• House-44, Road-12/A Dhanmondi, Dhaka-1209
  • 01778958356, 01778964156
  • helpline.pmeat@gmail.com

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আপনাকে স্বাগতম

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ এপ্রিল ২০১০ তারিখে অর্থের অভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে বৃত্তি প্রদানের জন্য একটি ‘ট্রাস্ট ফান্ড’ গঠনের লক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয়কে একটি লিখিত নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ১৪ মার্চ ২০১২ তারিখে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন পাশ হয়। ট্রাস্ট আইনের ৩(১) উপ-ধারার বিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নামে একটি ‘ট্রাস্ট’ স্থাপন করা হয়।


প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ৬ষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান, ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান, দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের মাঝে এককালীণ অনুদান প্রদানসহ এফ.ফিল. ও পিএইচ.ডি. কোর্সে বৃত্তি ও ফেলোশিপ প্রদান করছে। উচ্চ শিক্ষায় ফেলোশিপ ও বৃত্তি বাবদ পিএইচ.ডি. কোর্সে মাসিক ২৫,০০০.০০ টাকা হারে ফেলোশিপ ও বৃত্তি প্রদান করা হচ্ছে।

Welcome to PMEAT. Change Your Ideas And Change Your Life.

Online based application system for obtaining fellowship and scholarship in M. Phil. and Ph.D. course

About PMEAT